উত্তর প্রদেশে লাভ জিহাদ আইন পাস হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থমকে একাধিক লাভ জিহাদের ঘটনা সামনে আসছে। এবার বিজনর থেকে একটি নতুন ঘটনার খবর এসেছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পাশপাশি তাঁর বিরুদ্ধে SC/ST আইনেও মামলা দায়ের করেছে পুলিশ।
Man arrested for abducting & forcing a girl to convert her religion. He hid his name & introduced himself as Sonu to her. The girl somehow escaped his trap. Case filed under ordinance against unlawful religious conversions & SC/ST Act: Sanjay Kr, Bijnor SP (Rural)
— ANI UP (@ANINewsUP) December 16, 2020
(16.12.2020) pic.twitter.com/D7HKzzTSeT
সংবাদ সংস্থা ANI-এর দেওয়া খবর অনুযায়ী, এক হিন্দু তরুণীকে অপহরণ করে জোর করে।ইসলামে ধর্মান্তরণ করার অভিযোগ ভিনধর্মী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই অভিযুক্ত যুবক নিজের নাম ও ধর্ম পরিচয় লুকিয়ে প্রেমের জালে ফাঁসায় ওই তরুণীকে। তারপর ঘুরতে যাওয়ার নাম করে ওই তরুণীকে আটকে রাখে। পরে ওই তরুণীকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাপ সৃষ্টি করা অভিযুক্ত। ওই তরুণী কোনোভাবে পালিয়ে আসে এবং পুলিশে অভিযোগ দায়ের করে। বিজনোর(গ্রামীণ)-এর পুলিশ সুপার সঞ্জয় কুমার ঘটনার সত্যতা স্বীকার করে যে ওই যুবক নিজের নাম ও ধর্ম পরিচয় লুকিয়ে তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়েছিলো। এমনকি সে নিজেকে সোনু নামে পরিচয় দিয়েছিল। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে লাভ জিহাদ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন