Muslim neighborhood lead by Muhammad Aslam, attacked homes of Hindu Bheel community, tortured, looted and forced them to leave their properties in Pungaryo, Badin, Sindh-Pakistan.They are so scared to go back & submitted request for protection to Session Judge & SSP police Badin. pic.twitter.com/lmP64atraQ
— Rahat Austin (@johnaustin47) December 15, 2020
ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ওপর ইসলামিক মৌলবাদীদের অত্যাচার অব্যাহত। এবার সিন্ধু প্রদেশের বাদিন প্রদেশের হিন্দু ভিল সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালালো ইসলামিক মৌলবাদীরা। গতকাল ১৪ই ডিসেম্বর, সোমবার বাদিন এলাকার পুঙ্গারিও গ্রামে এই ঘটনা ঘটে।
Muslim neighborhoods lead by Muhammad Aslam, attacked the homes of the Hindu Bheel community, tortured, looted, and forced them to leave their properties in Hungary, Badin, Sindh-Pakistan. They are so scared to go back & submitted a request for protection to Session Judge & SSP police Badin.
pic.twitter.com/lmP64atraQ পাকিস্তানের মানবাধিকার কর্মী রাহাত অস্টিন টুইটারে এই ঘটনার উল্লেখ করেছেন। জানা গিয়েছে, স্থানীয় মহম্মদ আসলামের নেতৃত্বে একদল মুসলিম মৌলবাদী ভিল সম্প্রদায়ের বাড়িতে হামলা চালায়। ঘরবাড়ি ভাঙচুর করে লুটপাট চালানো হয়। বেধড়ক মারধর করা হয়। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকেই পালিয়ে গিয়েছেন হিন্দুরা। বর্তমানে চরম ঠান্ডায় ওই হিন্দুরা বাড়িছাড়া রয়েছেন। ওই অত্যাচারিত বাড়িছাড়া হিন্দুরা ঘরে ফিরতে নিরাপত্তা চেয়ে বাদিনের সেসন্স জজের কাছে এবং এসএসপি-এর কাছে আবেদন জানিয়েছেন। এখনও পর্যন্ত প্রশাসন তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন