আমাদের দেশের ধর্মব্যবসায়ী হুজুরদের মনে এত দেশপ্রেম লুকিয়ে ছিল তা কে জানত? পতাকা ছাড়া ইদানীং তাদের কোনো মিছিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কারো কারো দেশপ্রেমের ভোল্টেজ এত পরিমাণে বেড়ে গেছে যে, তাদের আর পতাকা হাতে রেখে পোষাচ্ছে না, পতাকা গায়ে জড়িয়ে ধরে ভাষণ দিচ্ছেন তারা। গতকাল দেখলাম বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্য পাহারা দিচ্ছেন অনেকগুলো হুজুর। কেউ আবার হণ্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন মুক্তিযুদ্ধে তাদের বাপ-দাদারা কী কী অবদান রেখেছিল সেই ইতিহাস। কার দাদা মুক্তিযোদ্ধাদের ভালো বলেছিল, সেই কথা কার দাদা শুনেছিল, কার বাপের কাছে গল্প করেছিল- সেইসব খুঁজে খুঁজে বের করে আনা হচ্ছে অমূল্য রত্নের মত করে। কে বলেছে এই দেশের হুজুরদের দেশপ্রেম নেই? আর কে-ই বা বলেছে এ দেশের হুজুররা আইন মানে না? এইসব আজগুবি কথা বন্ধ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন